নড়াইলের দুটি আসনে ১৬ জনের মনোনয়নপত্র জমা
নড়াইলের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন। আজ শুক্রবার (১ ডিসেম্বর) রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবিরুল হক মুক্তি, জাতীয় পার্টির মিল্টন মোল্যা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন ইয়াসমিন, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, নৌকা প্রতীকের প্রার্থী কবিরুল হক মুক্তির স্ত্রী (স্বতন্ত্র প্রার্থী হতে) চন্দনা হক ও শিকদার শাহাদাত হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা, জাতীয় পার্টির অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, জাকের পার্টির মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর বাছাই, আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।