ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমথর্কদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আজ শনিবার (২ ডিসেম্বর) লিখিত অভিযোগ করেছেন ওই প্রার্থী।
অভিযোগে এই প্রার্থী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতোমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে গত ২১ নভেম্বর পদত্যাগ করেন তিনি। আর গত ২২ নভেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন ও ৩০ নভেম্বর তা জমা দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকে একটি স্বার্থান্বেষী মহল তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।
লিখিত অভিযোগে ফিরোজুর রহমান বলেন, গত ৩০ নভেম্বর মোটরসাইকেলযোগে তার সমর্থনে এক শতাংশ ভোটার তালিকা নিয়ে তার বাড়িতে আসছিল কর্মী ফরিদ ও আলামীন। তারা সুলতানপুর শাহপুর খালকাটায় পৌঁছালে কয়েকজন তাদের কাছ থেকে ভোটার তালিকার কপি ছিনিয়ে নিতে চায়। এ সময় বাধা দেওয়া হলে তারা বলে—মুসা আনসারীর নির্দেশ, নিতে হবে।
এ ছাড়া অভিযোগে এই স্বতন্ত্রপ্রার্থী আরও উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর তার এক শতাংশ ভোটার তালিকায় স্বাক্ষর করা টানচরের বাসিন্দা মীর বায়েজিদ হোসেনকে আটকে রাখে মুসা আনসারীর লোকজন। তার বাবা ফিরোজুর রহমানের বাড়িতে এসে কান্নাকাটি করে বিষয়টি জানায়।
নির্বাচনের পূর্বেই প্রতিপক্ষের এরূপ কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের অন্তরায় আখ্যা দিয়ে এই প্রার্থী জানান, এসব কর্মকাণ্ডে আমার নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত।
অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।’
মুসা আনসারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এনটিভি আনলাইনকে বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সঠিক নয়।’