মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি ও কাগজপত্রে স্বাক্ষর গড়মিল থাকায় মানিকগঞ্জের তিনটি আসনেই জাতীয় পার্টির তিন জনসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে প্রার্থী ও সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আকতার। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের যাবতীয় কাগজপত্র ঠিক থাকায় আওয়ামী লীগসহ ২১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপি ও কাগজপত্রে স্বাক্ষরে গড়মিল ও প্রস্তাব সমর্থক নির্বাচনি এলাকায় না হওয়ার কারণে জাতীয় পার্টিসহ অন্যদলের ১২ জন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া জাতীয় পার্টির প্রার্থীরা হলেন মানিকগঞ্জ-১ আসনে হাসান সাঈদ, মানিকগঞ্জ-২ আসনে এসএম আব্দুল মান্নান ও মানিকগঞ্জ-৩ আসনে জহিরুল আলম রুবেল।
এছাড়াও যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- মানিকগঞ্জ-১ আসনে জেপির প্রার্থী মো. আফজাল হোসেন, বিএনএম প্রার্থী মোনায়েম খান, গণফ্রন্ট প্রার্থী মো. শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী। মানিকগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শাহবুদ্দিন আহম্মেদ চঞ্চল ও স্বতন্ত্র প্রার্থী সারোয়ার আলম এবং মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সাবিনা বেগম।
অপরদিকে এই তিন আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মানিকগঞ্জ-১ আসনে আব্দুস সালাম, মানিকগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আওয়ামী লীগের এই তিন জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২১ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ হয়েছে।