ইসির নির্দেশে ডিএমপির ওসিদের বদলি করা হচ্ছে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫০টি থানা নিয়ে গঠিত। এসব থানায় ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন, এমন সব ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রক্রিয়া শুরু করেছে ডিএমপি। আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে তাদের বদলি করা হবে বলে জানা গেছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে পাঠানো এক মুঠোফোন বার্তায় বলা হয়েছে, গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের পাঠানো পত্রের আলোকে ডিএমপির যে সব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগরির ইসিতে পাঠানো হবে।
গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান। ওই চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
ডিএমপির একটি সূত্র বলছে, ৩৩ থানার ওসি পদে রদবদল আসতে পারে। ছয় মাসের অধিককাল একই থানায় কর্মরত ওসিদে বদলি করা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
এদিকে আজ রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিতে পারে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন।’