আ.লীগের শরিকরা কে কত আসন পাবে, জানানো হতে পারে আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল সোমবার (৪ ডিসেম্বর) শেষ হয়েছে। এদিন ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হয় বৈঠক। তবে, রাত ১০টা পর্যন্ত আসেনি কোনো সিদ্ধান্ত। জানা গেছে, আজ আসতে পারে ঘোষণা।
একটি তথ্য বলছে, শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে আজ দুপুর ১২টায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফ করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, ১৪ দলের বৈঠকের বিষয়ে সোমবার রাতে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ব্রিফ করবেন ওবায়দুল কাদের। পরে দলটির দপ্তর থেকে বলা হয়, বৈঠক শেষ না হওয়ায় এখন ব্রিফ করা হবে না।
এর আগে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসেন জোটনেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রাত ১০টা পর্যন্ত চলছিল বৈঠক। ফলে জোটের শরিকদের কাকে কত আসন দেওয়া হবে, সে বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।