নৌকার প্রার্থী শাহীন চাকলাদারকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ অনুসন্ধান কমিটির
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে শোকজ করে জবাব দিতে বলেছিল নির্বাচনি অনুসন্ধান কমিটি। সেই জবাব দিয়েছিলেন এই সংসদ সদস্য। তবে, তার জবাবে সন্তুষ্ট হতে পারেনি কমিটি। এর জেরে তাকে ফের তলব করা হয়েছে। ব্যাখ্যাসহ সশরীরে তাকে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের আইন শাখা থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) এসব তথ্য জানা গেছে।
এর আগে ৩ ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়। যার প্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন এই প্রার্থী। তবে, এতে সন্তুষ্ট হতে পারেননি কমিটির চেয়ারম্যান।
পরে বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়, আপনার (শাহীন চাকলাদার) ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় আগামীকাল দুপুর ১টার মধ্যে আপনাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।