চতুর্থ দিনে ইসিতে ৯৩ আপিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল কার্যক্রম চলছে, যা চলবে আগামীকাল শনিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত। আপিলের চতুর্থ দিন আজ শুক্রবার ৯৩ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছেন। এ নিয়ে চার দিনে মোট আপিল করেছেন ৪৩১ প্রার্থী। এ সময় বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদনও জমা পড়ে।
এসব তথ্য জানিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এদিনে ঢাকা অঞ্চলে ১৭ জন, কুমিল্লার ১১ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের পাঁচজন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৪ জন, বরিশালের চারজন, খুলনার ১১ জন, রাজশাহীর ১৩ জন ও রংপুর অঞ্চলের পাঁচজন প্রার্থী আবেদন করেছেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১টি বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিলের হার ২৬ দশমিক ৯২ শতাংশ । আর বৈধ মনোনয়নপত্রের হার ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৭৩ শতাংশ।
আগামীকাল পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।