এজেন্টদের কেন্দ্রে থাকতে না দেওয়ার হুমকি, নৌকার প্রার্থীকে শোকজ
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরুর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি, উস্কানিমূলক ও মানহানিকর ভাবে প্রতিহত করার জন্য কর্মী সমর্থকদের নির্দেশ দেওয়ায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ চয়ন ইসলামকে শোকজ করেন।
শুক্রবার রাতে যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল শোকজের বিষয়টি এনটিভি অনলাইনক নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ২৪ ডিসেম্বর চয়ন ইসলামকে সশরীরে বা তার প্রতিনিধির মাধ্যমে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে শোকজের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আপনার পক্ষে নজরুল ইসলাম গত ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনি ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরুকে তিক্ত, উস্কানিমূলক ও মানহানিকরভাবে প্রতিহত করার জন্য কর্মী সমর্থকদের নির্দেশনা দেয়। ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকতে না দেওয়ার হুমকি দেন। যা সামাজিক মাধ্যম ফেসবুকের ‘পাবলিক কনসেপ্ট’ নামে পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরু নির্বাচনি তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এতে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-র ৮(খ) ও ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
শোকজ নোটিশে চয়ন ইসলামের বিরুদ্ধে গণ প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ অধীন আইনের বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।