নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী জাকির হোসেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জাকির হোসেন। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জাকির হোসেন বলেন, ‘১৭ ডিসেম্বর পর্যন্ত মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনি ক্যাম্পও করেছি। দলের নেতাকর্মী ও ভোটারদের বেশ উৎসাহ-উদ্দীপনা ছিল। কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির প্রেসিডেন্ট জি এম কাদের মাঠে নেই। নির্বাচন বিষয়ে তার কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু প্রার্থী হিসেবে নাম প্রত্যাহারের সুযোগ নেই। তাই ভোটের মাঠ থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়গঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি ক্যাম্পে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাকির হোসেন। এসময় জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শের আলী, সদস্য মর্তুজা সরকার, পাঙ্গাসী ইউনিয়ন শাখার সদস্য ওয়াজেদ আলীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।