ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন
নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নবীনগর নির্বাচনীএলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী এ কে এম মমিনুল হক সাঈদ। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে সলিমগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় মমিনুল হক সাঈদ এই সিদ্ধান্তের কথা জানান।
নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সাঈদ বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রপ্রার্থী হয়েছিলাম। এবার নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করার জন্য আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি।’