‘ঘাড় মটকে দেওয়ার হুমকি’তে লিখিতভাবে অভিযুক্ত সমাজকল্যাণমন্ত্রী
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে নৌকার প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর কাছে আজ সোমবার (২৫ ডিসেম্বর) তিনি লিখিত অভিযোগ করেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে মোহাম্মদ উল্যাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগে কার্যকারী সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের সমর্থনে নির্বাচন করছেন।
অভিযোগে গোলাম মর্তুজা হানিফ লেখেন, গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্ল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনও লোক চেনো না।
লিখিত অভিযোগে গোলাম মর্তুজা আরও বলেন, বিষয়টি আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। যেকোনো সময় আমি বা আমার সম্পদের ওপর হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এর আগে গোলাম মর্তুজা সমাজকল্যাণমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মর্তুজা বলনে, ‘১৯৯৬ সালে নুরুজ্জামান আহমেদ আমার কাছে তিন লাখ টাকা ধার নিলেও তা আজ পর্যন্ত পরিশোধ করেননি। এটা নিয়ে সিরাজুল হকের জনসভায় বক্তব্য দেওয়াটাই যেন আমার অপরাধ। বিষয়টি আমি রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব।’