নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন যশোরের রনজিত
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার রায়। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। একইসঙ্গে তার সব নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
রণজিত বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমার প্রতীক ছিল ঈগল। আমি বরাবরই বলে এসেছি নৌকার বিপক্ষে কখনও নির্বাচন করব না। সে কারণে প্রতীক বরাদ্দের পরও আমি কোনো প্রচার চালাইনি।’
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌপরিবহণ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রনজিত কুমার রায় ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ আসনে এবারের নির্বাচনে প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জহুরুল হক, তৃণমূল বিএনপির সোনালী আঁশের এম শাব্বির আহমেদ, নোঙর প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মণ্ডল ও মিনার প্রতীকের প্রার্থী ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।