নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারি
বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) সভাপতি বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরিফে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই ঘোষণা দেন তিনি।
এ সময় বিটিএফ সহসভাপতি তৈয়বুল বশর মাইজভান্ডারিসহ বিটিএফের নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তিনবার জোটবদ্ধ হয়ে নির্বাচনে জয়ী হলেও এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে খাদিজাতুল আনোয়ার সনিকে আওয়ামী লীগ নিজেদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই আসন থেকে নির্বাচন করছেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীও।
তরিকত ফেডারেমনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি জানান, নৌকার প্রার্থীর জয় সুনিশ্চিত করতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে সারা দেশে বিটিএফ ৪১ আসনে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবে। চট্টগ্রামের ফটিকছড়িতে তিনি আজ থেকে নির্বাচনি প্রচার কার্যক্রম বন্ধ রাখবেন বলেও জানান তিনি।
বিটিএফ ফটিকছড়িসহ সারা দেশে দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিটিএফ সভাপতি বলেন, অতীতে তিনি নৌকা প্রতীক নিয়ে ফটিকছড়ি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী ও ১৪ দলের সঙ্গে তিনি অতীতের মতো আগামীতেও কাজ করবেন।
ফটিকছড়ি থেকে আট প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খাদিজাতুল আনোয়ার সনির নৌকা, সুপ্রিম পাটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর একতারা, স্বতন্ত্রপ্রার্থী আবু তৈয়বের তরমুজ, সাবেক ছাত্রলীগনেতা মো. শাহজাহানের ঈগল প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।