পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি এমপি মোস্তাফিজের, অডিও ভাইরাল
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদের সঙ্গে এমপি মোস্তাফিজের কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সামনে আসে।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। তবে ভাইরাল অডিওর ব্যাপারে জানতে মোস্তাফিজুর রহমান চৌধুরীর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর ছনুয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কর্মী সমর্থকদের বাসায় পুলিশ হানা দেয়। এ বিষয়ে জানার জন্য গত বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমান চৌধুরী থানার ওসি তোফায়েল আহমদকে কল দেন।
ভাইরাল অডিওতে শোনা যায়, কথোপকথনের একপর্যায়ে মোস্তাফিজুর রহমান ওসিকে বলেন, ‘ছনুয়ায় কেন পুলিশ পাঠালেন? আমার কর্মী আলমগীরের বাসায়।’ জবাবে ওসি বলেন, ‘এটি আমার নিয়মিত ডিউটির অংশ। এ সময় এমপি মোস্তাফিজ বলেন, ‘আমার কোনো লোককে আটক করলে হাত কেটে দেব।’
পরে আওয়ামী লীগের এই প্রার্থী ওসিকে আবার প্রশ্ন করেন, ‘কেন আমার বাড়িতেও পুলিশ পাঠানো হলো?’ জবাবে ওসি বলেন, ‘আপনার নিরাপত্তার জন্য।’
একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় থাকা এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পুলিশের হাত কেটে ফেলার হুমকি দেওয়া ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ এনটিভি অনলাইনকে বলেন, কোনটা আমার কণ্ঠ আর কোনটা আমার কণ্ঠ না সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন।