নওগাঁ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আরও দুই স্বতন্ত্র প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও দুজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশন ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, শেষ দিন বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা টুকটুক তালুকদারের কাছে নতুন স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল মনোনয়নপত্র জমা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জমাকৃত মনোনয়নপত্র প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে এবং দাখিলকৃত কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে নিয়ম অনুযায়ী যথাসময়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।’
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফেরত পাওয়া স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যান। এতে নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আসনটির জন্য পুনঃতফসিল ঘোষণা করেন। আগামী ২৬ জানুয়ারি প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন এবং প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই আসনে এর আগে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।