উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ওসিকে বদলির আদেশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কুমিল্লার বরুড়া উপজেলায় বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে বদলির আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বদলির আদেশ দেওয়া হয়।
আজ শুক্রবার (১৭ মে) বদলির আদেশের বিষয়টি জানাজানি হলেও সে চিঠি পাননি বলে দাবি করেন ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কুমিল্লা জেলার বরুড়া থানার বর্তমান অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে তদস্থলে একজন উপযুক্ত কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমগ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’
বদলির আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিনিয়ন জেলা নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বদলির বিষয়ে জানতে চাইলে ওসি রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি এখনো চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত বলতে পারব।’