আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রমাণ না থাকলে ব্যবস্থা নেবেন মাশরাফি
জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১৮ মে) ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফান অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর এ লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ না দিতে পারলে এ বিষয়ে পরবর্তীতে মাশরাফির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।
এদিকে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, নড়াইলের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগের অনুলিপি দিয়েছেন তোফায়েল মাহমুদ তুফান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা সংসদ সদস্য তার নির্বাচনি এলাকার কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এটি উপজেলা পরিষদের নির্বাচনি আচারণবিধির প্রকাশ্য লঙ্ঘনের শামিল।
অভিযোগের বিষয়ে মাশরাফির ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ সানি বলেন, ‘মাশরাফি বিন মোর্ত্তজা রিটার্নিং কর্মকর্তা শাশ্বতী শীলের কাছে জানতে চেয়েছেন, তার বিরুদ্ধে করা লিখিত অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কি না? যদি অভিযোগকারী তার অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
নড়াইল সদর ও লোহাগাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। তবে অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ অভিযোগকারী দেননি। তাকে প্রমাণ দিতে বলা হয়েছে। প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’