৭ জানুয়ারির মতো ভোটে কাটাকাটি হবে না : শেখ আকরাম
খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগনেতা শেখ আকরাম বলেছেন, আমাকে প্রশাসন আশ্বাস্ত করেছে এবার ৭ জানুয়ারির মতো ভোট কাটাকাটি হবে না। এবার উপজেলা নির্বাচনে সুষ্ঠু ভোট হবে।
আজ রোববার (১৯ মে) এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়ে শেখ আকরাম বলেন, প্রতিপক্ষরা বলে বেড়াচ্ছে, আমরা সংসদ নির্বাচন করেছি ভোট দিয়েছে একজন, রেজাল্ট হয়েছে আরেক জনের। এভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে, আগে যা হয়েছে তা আর এখানে হবে না। প্রশাসন আমাকে এর নিশ্চয়তা দিয়েছেন।
প্রশাসন যে নিশ্চয়তা দিয়েছেন সেটি যদি বাস্তবায়ন করেন তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে যার যার ভোট সে সে দিতে পারবে বলেও আশা করেন তিনি।
গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পরাজিত হন শেখ আকরাম।
দ্বিতীয় ধাপে ২১মে খুলনার দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদায় উপজেলায় নির্বাচন হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আগামীকাল সোমবার (২০ মে) কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হবে। তবে ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে।
খুলনার তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৭০৩ জন। এরমধ্যে দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটারের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭৪৮ জন। এ উপজেলার ৫২টি ভোটকেন্দ্রের ৩৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফুলতলা উপজেলার চারটি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা এক লাখ ১৫ হাজার ১৮৭ জন। আর তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ তিন হাজার ৭৬৮ জন। এ উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রের ২৭৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।