রামগঞ্জে প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যানপ্রার্থী ইমতিয়াজ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জের নির্বাচনি প্রচারণা ও জনপ্রিয়তায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত এগিয়ে রয়েছেন। প্রচারণার শেষ দিন আজ রোববার (১৯ মে) দিনব্যাপী রামগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন ইমতিয়াজ। এতে ভোটারদের ব্যাপক সাড়া ছিল বলে জানান তিনি।
ইমতিয়াজের সঙ্গে এ উপজেলায় আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান নির্বাচনে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে ইমতিয়াজ আরাফাতের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত এমপি আনোয়ার খানকে নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়েছেন। এরপরও এমপি বিভিন্নভাবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদেরকে মোটরসাইকেল প্রতীকে ভোট করার জন্য নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত বলেন, নির্বাচনি প্রচারণায় অংশ না নিতে এমপিকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে উপস্থিত থাকবে।