বিভিন্ন অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও নিজের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন আনারস প্রতীকের প্রার্থী। আজ সোমবার (২০ মে) দুপুরে কসবা রেলস্টেশন এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
আনারস প্রতীকের প্রার্থী আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস রাশেদুল কায়সার জীবন। তিনি বলেন, ‘আইনমন্ত্রীর নির্বাচন সুষ্ঠু হওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা সত্ত্বেও আমার কর্মী সমর্থকরা প্রতিনিয়ত প্রতিপক্ষ ছায়েদুল হক স্বপনের সমর্থকদের দ্বারা ভয়ভীতি ও হামলার শিকার হচ্ছেন। গতকাল রাতে নির্বাচনি কাজ শেষে শাহপুর গ্রামে আমার কর্মী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশকে পিটিয়ে আহত করে। আহত পলাশ শাহপুর কেন্দ্রে আমার নির্বাচনি এজেন্ট ছিল। মন্ত্রীর নির্দেশনা অমান্য করে স্বপনের লোকজন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।’
এমতাবস্থায় রাশেদুল কায়সার জীবন শাহপুর কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানান।
এ সময় নিজের জীবনের শঙ্কার কথা জানিয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের সুদৃষ্টি কামনা করেন রাশেদুল কায়সার জীবন।