কুমিল্লায় কিছু কেন্দ্রে ভোটারের চেয়ে পুলিশ-সাংবাদিক বেশি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লায় দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে উল্লেখযোগ্য সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখা গেছে।
সরেজমিনে জেলার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রে চোখে পড়ার মতো ভোটার আসেননি। কিছু কেন্দ্রে ভোটারের চেয়ে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশি। এর মধ্যে রয়েছে বরুড়ার মধ্য লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগানগর ডিগ্রি কলেজ কেন্দ্র।
আগানগর ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪৬ জন এবং নারী ভোটার ৮৭১ জন। ভোটগ্রহণের আড়াই ঘণ্টা পার হলেও মাত্র ১২০ জন ভোট দিয়েছেন।’
উপজেলার অন্য কেন্দ্রগুলোতে কিছু ভোটার এলেও তা সংখ্যায় অনেক কম। তবে বেলা বাড়লে ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে আশা করছেন প্রার্থীদের এজেন্টরা।