জাল ভোট দিতে এসে ক্যামেরা দেখে দৌঁড়ে পালাল কিশোররা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের তিন উপজেলা রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজারে ভোটগ্রহণ চলছে। তবে অধিকাংশ কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের ভিড় থাকলেও ভোটার উপস্থিতি কম। আর জাল ভোট দিতে এসে এনটিভির ক্যামেরা দেখে দৌঁড়ে পালিয়ে যায় কয়েকজন কিশোর।
আজ মঙ্গলবার (২১ মে) সকালে রূপগঞ্জ উপজেলার বরপা হাজী নুরুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসে কয়েকজন কিশোর। তবে তারা এনটিভির ক্যামেরা দেখে দৌঁড়ে পালায় তারা। অপরদিকে, এই ভোটকেন্দ্র পরিদর্শনে এসে চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন রানু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের প্রভাব বিস্তার এবং ভোটকক্ষ থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
আর রুপসী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমি নিজেও ভোট দিয়েছি। ভোটের পরিবেশ নিয়ে আমার কোনো অভিযোগ নাই।’