বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৯ মে) ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদ আহাম্মদ খান বলেন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত করা হয়েছে। তবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই পদে ভোটগ্রহণ চলছে।
এ ঘটনায় ভোট শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসির এই অতিরিক্ত সচিব।
তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু মৃত্যুজনিত ও মামলার কারণে ধাপ পরিবর্তন হয়েছে দুটি উপজেলার, আর পিরোজপুরের ভান্ডারিয়ার তিন পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২ উপজেলার ভোট স্থগিত হওয়ায় এই ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। এই ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজনসহ মোট ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।