ময়মনসিংহের তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো গফরগাঁও, নান্দাইল ও ভালুকা। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
গফরগাঁও
আনারস প্রতীক নিয়ে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি পেয়েছেন ৭০ হাজার ৯৮২ ফুট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৬৬৮ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এস এম মুজিবুর রহমান। তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৯ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আতাউর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশমা আক্তার। কলস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহনুমা তারান্নুম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৯১৩ ভোট।
নান্দাইল
নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ৪৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুলহক ভূঁইয়া আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৩২ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিউল আলম। তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৮ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সারোয়ার হাসান টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজর ৩৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হোসেন তাসলিমা বেগম। ফুটবল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা জুয়েল হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৯৬ ভোট।
ভালুকা
ভালুকা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৮ হাজার ২৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ গোলাম মোস্তফা দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৮৬০ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হুমায়ূন আহমেদ। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২২ হাজার ৯৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন খোকন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২২ হাজর ৯২৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদা সুলতানা মুন্নি। পদ্ম ফুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মত খাদিজা আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭৩৬ ভোট।