‘অ্যাটেনশন’ চেয়ে দীঘির নায়িকাজীবন শুরু
রাজধানীর মোড়ে মোড়ে পোস্টার। সেখানে ‘অ্যাটেনশন’ চাইছেন দীঘি। এই অ্যাটেনশন চাওয়ার কারণ, নায়িকা হিসেবে আজ (১২ মার্চ) ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’।
অথচ এই প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।
দীর্ঘ ১৫ বছর পর আজ সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লাগছে। অথচ নেই কোনো প্রচারণা, সিনেমার মান নিয়ে আছে প্রশ্ন। যদিও সিনেমাটির পরিচালক প্রচারণা প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আমি প্রচার করব কেন। দর্শক নেই, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে... প্রচারণার জন্য যে টাকা ওরা নেয়, সে টাকা তো হল থেকে ফিরে আসে না। এ জন্য প্রচারণার দরকার নেই।’
ছোটবেলার সেই সাড়া ফেলা দীঘি ‘নায়িকা’ হলেন, তবে সেই হওয়াটা যেন বিতর্কে ঘেরা। বিতর্কের শুরুটা সিনেমাটির পোস্টার ও ট্রেইলার মুক্তির পর পরই। ছোট্ট সেই দীঘির প্রথম সিনেমা ঘিরে যে বাড়তি আগ্রহ ছিল দর্শকের, সিনেমাটির পোস্টার ও ট্রেইলার দর্শকের সেই চাহিদা মেটাতে পারেনি। এমনকি সেই কথা স্বীকার করেছেন দীঘিও। নিজেই জানিয়েছেন, সিনেমাটির ট্রেইলার ভালো লাগেনি তাঁর।
আর এই ভালো না লাগার কথা জানিয়ে সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ক্ষোভের স্বীকার হয়েছেন তিনি। দীঘিসহ তাঁর পরিবারের নামে মামলার হুমকি থেকে একাধিক গণমাধ্যমে নিয়মিত উত্তেজিত কণ্ঠে তীব্র ক্ষোভ প্রকাশ করেই যাচ্ছেন আলোচিত এই পরিচালক।
সিনেপ্রেমীদের মত, সেই ছোট্ট দীঘির নামের আগে আজ ‘চিত্রনায়িকা’র তকমা লাগছে। কিন্তু যেভাবে এই তমকাটা লাগার কথা ছিল, সেভাবে হলো না। দীঘিও বলছেন, ‘এমন ভুল আর হবে না।’ এখন সময়ই বলে দেবে শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া দীঘির নায়িকাজীবন কতটা জনপ্রিয় আর দীর্ঘ হবে।