অ্যামাজন প্রাইমে শাকিব খান
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। সম্প্রতি বাংলাদেশের এই শীর্ষ নায়কের তিন ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের এই প্ল্যাটফর্মে। সিনেমা তিনটির নাম ‘শিকারী’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় কলকাতার অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার ৫০টি সিনেমা দিয়েছি অ্যামাজনকে। তাঁর মধ্যে শাকিবের দুটি।’
শাকিব খানের সিনেমাগুলো কত মূল্যে অ্যামাজন প্রাইম কিনেছে, সে তথ্য জানাতে অস্বীকৃতি জানান অশোক ধানুকা। এই প্রযোজক দুই সিনেমার কথা জানালেও অ্যামাজনে শাকিবের তিনটি সিনেমা দেখা যাচ্ছে। তবে এ প্রসঙ্গে শাকিব খানের তাৎক্ষণিক মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।
বিগত ১০ বছরে শাকিব খানের অন্যতম সফল সিনেমার তালিকায় আছে এই ‘শিকারী’ (২০১৬), ‘চালবাজ’ (২০১৮) ও ‘ভাইজান এলো রে’ (২০১৮)। সিনেমাগুলোর মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছিলেন ঢালিউড খান।