‘আউল-ফাউল ছবি দিয়ে সিনেমা হল চলবে না’
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সিনেমা হল শর্তসাপেক্ষে প্রায় সাত মাস পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
তবে এখনই সিনেমা হল খুলতে নারাজ ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা। ভালো মানের নতুন চলচ্চিত্র না পেলে সিনেমা হল খুলবেন না বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
নওশাদ বলেন, ‘আমরা আবারও আগের জায়গায় ফিরে যেতে চাই না। আগের অবস্থা মানে দর্শকহীন সিনেমা হল দেখতে চাই না। শাকিব খানের নতুন কোনো ভালো চলচ্চিত্র দিয়ে সিনেমা হল খোলা উচিত ছিল।’
শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’। এ ধরনের ছবি মুক্তি পেলে দর্শক আরো পালিয়ে যাবে দাবি করে নওশাদ বলেন, ‘আউল-ফাউল ছবি দিয়ে সিনেমা হল চলবে না। সিনেমা হল খোলাটা... ভালো মানের কোনো চলচ্চিত্র দিয়ে হওয়া উচিত ছিল। শাকিব খানের নতুন কোনো চলচ্চিত্র দিয়ে সিনেমা হল ওপেন হওয়া প্রয়োজন ছিল।’
দেখুন সাক্ষাৎকার :
কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। এতে দর্শক হলমুখী হতে না পারায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এ শিল্পকে।