আসছে নিশো, শ্যামল ও রাজের ওয়েব ফিল্ম
ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভ ‘মাইনকার চিপায়’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছে। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। বৃহস্পতিবার ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করে জি-ফাইভ।
জানা গেছে, ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আবরার আতহার। ঢাকা ও ঢাকার আশপাশে মাত্র চার দিনে শুটিং শেষ হয়েছে ওয়েব ফিল্মটির।
আজ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইনকে ওয়েব ফিল্মটির নির্মাতা আবরার আতহার বলেন, ‘বর্তমানে ওয়েব ফিল্মটির এডিটিংয়ের কাজ চলছে। আশা করছি, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে এটি মুক্তি পাবে।’
‘মাইনকার চিপায়’-এর গল্প প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা। শুধু জানালেন, এটি তিনজনের গল্প, তাঁরা মাইনকার চিপায় পড়ে। আশা করছি, দর্শক দেখে মজা পাবেন।