ঈদুল আজহায় বঙ্গ নিয়ে আসছে ‘গার্লস স্কোয়াড’
আমাদের দেশের বেশির ভাগ নাটক, সিনেমার গল্প তৈরি হয় নায়ককে ঘিরে। যেখানে নায়কই থাকে গল্পের প্রধান আকর্ষণ, নায়ককে ঘিরে আবর্তিত হয় নায়িকার গল্প। তবে এবার সেই গতানুগতিক ধারার বাইরে গিয়ে নারীকেন্দ্রিক ভিন্ন রকম গল্পে একটি ড্রামা-সিরিয়াল নিয়ে আসছে দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ।
‘গার্লস স্কোয়াড’ শিরোনামের এই সিরিয়াল হতে পারে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।
বঙ্গ সূত্রে জানা গেছে, ‘গার্লস স্কোয়াড’-এ ছয় জন নারীর দৈনন্দিন জীবনের লড়াই ও হাসিকান্নার গল্পগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনে সম্পর্কের টানাপোড়েন ও চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কীভাবে খুঁজে নিতে হয়, কীভাবে একসঙ্গে থেকে এক জন আরেক জনকে সাপোর্ট দিয়ে যেতে হয়, কীভাবে শত বাধা-বিঘ্ন পেরিয়ে বন্ধুত্বের জয় হয়, সে গল্পই ফুটিয়ে তোলা হয়েছে এই ড্রামা-সিরিয়ালে। সিরিয়ালটি মূলত কমেডি-নির্ভর হলেও দর্শককে স্ক্রিনের সাথে আটকে রাখার জন্য গল্প বুননের গুরুত্বপূর্ণ অংশে রয়েছে পর্যাপ্ত ইমোশন, ড্রামা ও রোমান্স!
ড্রামা-সিরিয়ালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, নাবিলা বিনতে ইসলাম, স্বর্ণলতা, জারিন তাসনিম অন্তরা, সেমন্তী সৌমি ও গুরুত্বপূর্ণ দুই পুরুষ চরিত্রে রয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল ও চাষী আলম।
‘গার্লস স্কোয়াড’ সিরিয়ালটি প্রকাশ হবে মোট ২০টি এপিসোডে। সিরিয়ালটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব ও প্রযোজনা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’।
ঈদুল ফিতরে বাংলা সাহিত্যের বাছাইকৃত কিছু গল্প নিয়ে বঙ্গ-এর প্রযোজনায় প্রকাশিত ‘বঙ্গ বব’ সিরিজের সাফল্যের পরে সাহিত্যের পাশাপাশি সব শ্রেণির দর্শকের কাছে কিছু ভিন্ন রকম গল্পের উপস্থাপন করা প্রয়াস থেকেই আসছে ‘গার্লস স্কোয়াড’। এটি হতে যাচ্ছে বঙ্গ থেকে প্রথম নারীকেন্দ্রিক কন্টেন্ট।
পবিত্র ঈদুল আজহার দিন থেকে ‘গার্লস স্কোয়াড’ সিরিয়াল দর্শক দেখতে পাবেন বঙ্গ অ্যান্ড্রয়েড, আইওএস অ্যাপ এবং বঙ্গ ওয়েব থেকেও (www.bongobd.com) যেকোনও ডিভাইসের মাধ্যমে উপভোগ করতে পারবেন।