ঈদে দেখা মিলছে না সারিকার
হালে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবা। এনটিভির ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের ঝুমুর চরিত্র দিয়ে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ভক্তদের অনেকে তাঁকে ঝুমুর বলে সম্বোধন করেন। ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও বেশ জনপ্রিয় তিনি।
তবে এবারের ঈদে কোনো নাটকে দেখা মিলবে না সারিকার। ঈদের কোনো নাটকে কাজ করছেন না। ঈদের আগে শুটিংয়ে ফেরারও কোনো পরিকল্পনা নেই তাঁর।
এ নিয়ে এনটিভি অনলাইনকে সারিকা সাবা বলেন, ‘করোনার প্রকোপ শুরুর পর থেকে আমি ঘরে বন্দি-সময় পার করছি। ঘর থেকে বের হওয়া একেবারে বন্ধ। যে কারণে ঈদের কোনো নাটকে কাজ করা হয়নি।’
তবে ঈদের পর নিয়মিত কাজ করবেন সারিকা। এ জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। ব্যায়ামের পাশাপাশি অভিনয়ের গ্রুমিংও করছেন। সারিকা বলেন, ‘সবার প্রশংসা নিজের মধ্যে দায়বদ্ধতা তৈরি করেছে। নির্ভুল কাজ করতে চাই। তাই এ সময় নিজেকে নতুন করে প্রস্তুত করছি।’
আসন্ন ঈদকে কেন্দ্র করে অনেকে কাজে ফিরলেও পারিবারিক কারণে সারিকা এখন কাজ করছেন না। বাবা-মার একমাত্র সন্তান সারিকার ভয় ৯০ বছরের দাদিকে নিয়ে। যে কারণে পরিবারের নিষেধ মেনে নিয়েছেন তিনি।
সারিকা বলেন, ‘আমার বয়স কম, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তবে আমার পরিবারের অন্যরা তো আমার মতো ছোট নয়। আমি আক্রান্ত হলে হয়তো কোনো সমস্যা হবে না, সেরে উঠব। বিশেষ করে দাদি যদি আক্রান্ত হন... এই ভয়টা আমার ভেতর সব সময় কাজ করে।’
করোনার এ সময়ে ঈদকে কেন্দ্র নাটক নির্মাণ হচ্ছে। তবে নাটকের ইউনিট ছোট করে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার চেষ্টা করছেন সবাই। এতে করে অনেকেই কাজ হারাচ্ছেন। ইউনিট ছোট করায় অনেক টেকনিশিয়ানকে কাজে নেওয়া হচ্ছে না। এমনকি কাজ পাচ্ছেন না অনেক শিল্পীও। বিষয়টি পীড়া দিচ্ছে সারিকা সাবাকে।
সারিকা সাবা বলেন, ‘বেশ কয়েকজন মেকআপম্যান আমাকে ফোন দিয়েছে। ইউনিট ছোট করার কারণে অনেকে তাদের কাজে নিচ্ছে না। আমি আমার পরিবারের ছোট, এখনো পরিবারের দায়িত্ব আমাকে নিতে হয়নি। যে কারণে সমস্যা হচ্ছে না। তবে আমাদের অনেক শিল্পী রয়েছেন, যাঁরা সংসার পরিচালনা করেন অভিনয় থেকে। তাঁদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তাঁদের কথা শুনলে বা চিন্তা করলে কষ্ট হয়।’
সারিকা করোনাকালকে কাজে লাগানোর পরিকল্পনা করেন একেবারে শুরু থেকে। নিজের শখ ফটোগ্রাফি ও ফ্যাশন ডিজাইন। এ দুই বিষয়ে তিনি অনলাইনে ক্লাস করছেন। পেশা হিসেবে না নিলেও এ দুই বিষয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
সপ্তাহে দুদিন, প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হতো ‘ফ্যামিলি ক্রাইসিস’। তবে করোনার কারণে সাময়িক বন্ধ রয়েছে নাটকের প্রচারণা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শহিদুজ্জামান সেলিম, শর্মিলি আহমেদ, রুনা খান, রোজী সিদ্দিকী, মুনিরা ইউসুফ মেমী, মনিরা আক্তার মিঠু, সোহেল খান, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, মুকিত জাকারিয়া, মিথিলা, সানজানা সরকার রিয়া, সারিকা সাবা, শিশুশিল্পী রাইসাসহ অনেকে। এ ছাড়া নাটকটির বিভিন্ন পর্ব দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুকসহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।