একঝাঁক তারকার ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’
একঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’। সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)-এর কাহিনি ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। যৌথভাবে সিরিজটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে, হঠাৎ করে ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষক খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনো ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের।
জানা গেছে, ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল অ্যাপেয়ারেন্স) এবং আরো অনেক।
‘বিলাপ’ শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ এবং শরিফুল রাজের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। জাকিয়া বারী মম ও রুনা খানকে ব্যতিক্রমধর্মী দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
ওয়েব সিরিজটি প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, “ওয়ার্ল্ড মিডিয়াতে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ-কৌশলে সিনেম্যাটিক ছাপ থাকার কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। তাই দর্শক-আগ্রহ ও মার্কেট-চাহিদার ওপর ভিত্তি করে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ‘সিনেমাটিক’ নামের দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য আমরা ‘বিলাপ’ নামের এই ওয়েব সিরিজটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ‘কপ ক্রিয়েশন’ নিয়মিতভাবে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করবে।”
ওয়েব সিরিজের অপর পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘এটি ওয়েব ছিল না সিনেমা ছিল, তা আমি এখনো নিশ্চিত না। কারণ কাহিনি, চিত্রনাট্য, অ্যারেঞ্জমেন্টের বিবেচনায় এটি একটি খণ্ডিত সিনেমা হিসেবেই আমরা নির্মাণ করেছি, যার মাঝে দর্শক সিনেম্যাটিক আমেজ খুঁজে পাবেন।’
শরিফুল রাজ বলেন, “গল্প বলার স্টাইল আর নির্মাণ কৌশলে ‘র’ স্টাইল ফলো করে নির্মিত ওয়েব সিরিজটি হতে পারে এদেশের অন্যতম জনপ্রিয় সিরিজ। আমি আশা করি, আমাদের পরিশ্রমের এই ফসল দর্শক-হৃদয় জয় করবে।”
জাকিয়া বারী মম বলেন, ‘কপ ক্রিয়েশন বরাবরই মৌলিক থ্রিলার গল্প নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ধারণা, এই ডার্ক থ্রিলারটি গল্পের বিচারে এ দেশের অন্যতম জনপ্রিয় সিরিজ হিসেবে দর্শক-মনে জায়গা করে নেবে।’
শবনম ফারিয়া বলেন, ‘আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শোনার পর মনে হয়েছে, আমি এই গল্পের পার্ট হতে চাই।’
ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মিছিল সাহা এবং এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। মিঠুন দেবনাথের তত্ত্বাবধানে শুরু হয়েছে সম্পাদনার কাজ। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’-এ স্ট্রিমিং করা হবে।