একুশে পদক প্রাপ্তির খবরে কাঁদলেন মাসুম আজিজ
ভাষা আন্দোলন, শিল্পসাহিত্য, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২২ দিয়েছে। এবার একুশে পদক পেয়েছেন বরেণ্য অভিনেতা মাসুম আজিজ।
একুশে পদক প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুম আজিজ বলেছেন, ‘গতকাল বিকেল ৫টায় আমাকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয় একুশে প্রদক প্রাপ্তির খবর। আমি এখন বাইরে একটা কাজে আছি, গেজেট প্রকাশের পর সবাই অভিনন্দন জানাচ্ছেন।’
মাসুম আজিজ যুক্ত করেছেন, ‘আমার শুধু কান্না আসছে। রাষ্ট্র যখন নিজ থেকে আমাকে এটা দিচ্ছে, তা আমার জন্য অনেক বিশেষ। কতটা বিশেষ, এটা বলে বোঝাতে পারব না।’
মাসুম আজিজ আরও বলেন, ‘এমন সম্মাননা দেওয়ায় আমার চেয়ে আমাকে যাঁরা জানেন, তাঁরা সবচেয়ে বেশি খুশি হয়েছেন। আমার স্ট্রাগল অজানা নয়। জীবনের সব সুখ-আনন্দ বাদ দিয়ে থিয়েটার করেছি, নাটক করেছি। অভিনয়ে বিরতি দিইনি। এই প্রাপ্তি বোধহয় তারই ফল। এই স্বীকৃতির জন্য সরকারসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত মাসুম আজিজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এর পর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চারশর বেশি নাটকে অভিনয় করেছেন।