এনটিভিতে একক নাটক ‘হৃদয়ে ভাঙচুর’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে ভাঙচুর’। অন্তরীপ প্রোডাকশনের ব্যানারে নাটকটির রচনা ও চিত্রনাট্য জহির করিমের। পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, হোসাইন নিরব, পলক রহমান, মন আহমেদ প্রমুখ। নাটকটির নির্বাহী প্রযোজক জহির করিম।
নাটকের গল্প এমন—তিথী ও আসিফ ইউনিভার্সিটির সহপাঠী এবং ওরা ছিল খুব ভালো বন্ধু। ওরা যে বছর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়, সে বছরই শুভ মাস্টার্স করে বের হয়। শুভ ও তিথীর মধ্যে ভালো লাগালাগি থাকলেও কেউ কাউকে কখনও মুখে প্রকাশ করতে পারেনি।
শুভর অসম্ভব একটা ভালো পার্সোন্যালিটি ছিল। শুভকে দেখলে সব ছেলেমেয়ের মধ্যেই কেমন যেন একটা শ্রদ্ধাবোধ কাজ করত। তিথী আর শুভর মাঝখানে ছিল আসিফ নামের একটা কাচের দেয়াল। শুভ পাস করার পর পরই বৃত্তি নিয়ে চলে যায় ফিলাডেলফিয়া। শুভ চলে যাওয়ার পরে তিথী অনুভব করতে থাকে ও শুভকে কতটা ভালোবাসত। কিছুটা নিঃসঙ্গতা পেয়ে বসে তিথীকে। তখন আসিফ তিথীর দিকে ভালোবাসার হাত বাড়ায়। তিথীও হতাশা দূর করার জন্য আসিফের আহ্বানে সম্মতি জানায়।
পাঁচ বছর পর আসিফ ও তিথী বিয়ে করে; সুখী সংসারও যাপন করে। ওদের বিয়ের বছরখানেক পরে শুভ দেশে ফিরে আসে। আবার নতুন করে বন্ধুসুলভ আচরণ শুরু করে তিথী ও শুভ। এর পর কী ঘটল, তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।