এনটিভিতে ‘কথা ছিল’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘কথা ছিল’। জাফরিন সাদিয়ার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. নাজমুল হক বাপ্পী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, সারিকা সাবাহ, রকি খান, শেহজাদ ওমর প্রমুখ।
নাটকের গল্প এমন—আমানের সাথে শারমিনের প্রথম দেখা হয় কোনো এক বুক শপে। একটা বই নিয়ে শুরুতেই ঝগড়া বেঁধে যায় শারমিন ও আমানের। আসলে বইটার মাত্র দুটি কপি ছিল ওই লাইব্রেরিটিতে। তার মধ্যে আবার একটা বইয়ের কয়েকটা পাতা প্রিন্ট করা ছিল না। সুতরাং একটাই বই, কিন্তু কে নেবে; এটা নিয়েই একটা তালগোল বেঁধে যায় আমান ও শারমিনের মধ্যে। এর মাঝে অনেক কথা কাটাকাটি হলো। লাইব্রেরি কর্তৃপক্ষ অতঃপর তাদের কাছে বইটি আর বিক্রি করল না।
শারমিনের বাবা অনেক বড় ব্যবসায়ী। একদিন শারমিন ডোনেশন দেওয়ার জন্য কোনো একটা চ্যারিটি স্কুলে আসে। কাকতালীয়ভাবে শারমিনের সাথে আবারও দেখা হয়ে যায় আমানের। কারণ, ওই চ্যারিটি স্কুলের সাথেই যুক্ত ছিল আমান। মোটামুটি এসব নিয়েই প্রচণ্ড ব্যস্ত থাকে আমান। ওখানে দেখা হওয়ার পর দুজনার মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। একটা পর্যায়ে শারমিন প্রচণ্ড উত্তেজিত হয়ে আমানকে ধাক্কা দেয়। রাস্তার ওপর চলন্ত গাড়ির ধাক্কায় ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে আমান।
সবার সহযোগিতায় তখনই আমানকে হসপিটালে নেওয়া হয়। শারমিন অনেকটা হতবিহ্বল হয়ে পড়ে। গিলটি ফিল হয়। কয়েক দিন পেরিয়ে গেলে আমানের অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু পঙ্গু হয়ে যায় আমান। শারমিন নিজেকে ক্ষমা করতে পারছে না। সব সময় অনুশোচনায় ভুগতে থাকে শারমিন। এর পর কী ঘটে, তা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।