এনটিভিতে ‘বাবার পছন্দ’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘বাবার পছন্দ’। সবুজ ওয়াহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেবব্রত রনি।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সারিকা সাবরিন, আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সৈয়দ অথৈ, এস এম তোফাজ্জল হোসেন, কাকলি রহমান প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন সামসুল ইসলাম লেলিন। নাটকটির প্রধান সহকারী পরিচালক তাহসিন ইসলাম।
নাটকের গল্প এমন—বাবার হাতের লবণ, ঝাল বেশি দেওয়া রান্না খেতে খেতে একদম ফেডআপ হয়ে গেছে ফারহান। কিন্তু মাত্রই কিছুদিন আগে মা মারা যাওয়া ও হঠাৎ করেই নিঃস্ব হয়ে পড়া বাবাকে সে এ বিষয়ে কিছু বলতেও পারছে না। তবে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে এ বিষয়ে নালিশ সে ঠিকই করে।
অন্যদিকে, বাবা ফরহাদ সাহেব ̄স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে জানান কেন তিনি এমনটা করছেন। ইচ্ছে করেই ছেলেকে এ রকম অখাদ্য রান্না করে খাওয়াচ্ছেন। কারণ, তাঁর বিশ্বাস একসময় ছেলে তার রান্নার ওপর বিরক্ত হয়ে বিয়ে করতে রাজি হবে। বাবা-ছেলের মধ্যে এই রান্না-খাওয়া নিয়ে টম অ্যান্ড জেরি খেলা চলতে থাকে। নাটকের বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।