ওজন নিয়ে কটূক্তিকারীদের দীঘি : আমি অভিনয়শিল্পী, জিম প্রশিক্ষক নই
‘সবাই আমার ওজন নিয়ে চিন্তিত, তারা আক্ষরিক অর্থেই ভুলে গেছে আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক নই।’ ওজন নিয়ে যাঁরা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে সম্প্রতি নিজের ফেসবুকে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
নায়িকার এমন মন্তব্যে অভিনেত্রী নুসরাত ফারিয়া দীঘির পাশে দাঁড়িয়েছেন। এসব কথাকে পাত্তা না দিতে বলেছেন তিনি।
দীঘি বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচেলরে ভর্তি হয়েছেন। সে কারণে অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছেন।
সবশেষ ‘শেষ চিঠি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছেন দীঘি।
দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।
দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গেল বছরের মার্চে।