কাল এনটিভিতে ‘অদৃশ্য টান’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘অদৃশ্য টান’। নাটকটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আনিসুজ্জামান।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, মিলি বাশার, খলিলুর রহমান কাদেরি, শেখ স্বপ্না, নয়ন চৌধুরী ও শিশুশিল্পী তুর্ণ।
নাটকের গল্প এমন—আবির ও সেঁজুতি আপন খালাত ভাইবোন হলেও সেঁজুতি আবিরদের বাড়িতে আশ্রিতা। সেঁজুতির জন্মের সময় মা মারা যাওয়ায় আবিরের মা তার বোনের মেয়ে সেঁজুতিকে তার কাছে নিয়ে আসে। আবির বিত্তশালী মায়ের একমাত্র সন্তান। আবির সেঁজুতিকে গোপনে বিয়ে করে।
মায়ের অবর্তমানে সেঁজুতির সঙ্গে আবির অবাধে মেলামেশার ফলে সেঁজুতি কনসিভ করে ফেলে। আবির তাদের বিয়ের কথা মাকে বলে। মা সব শুনে চুপ হয়ে যায়। বলে, কাউকে যেন কিছু না বলে। আবিরকে তার মা টেকনিক্যালি ব্যবসার কাজে ঢাকার বাইরে পাঠিয়ে দেয়। এরপর সেঁজুতিকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। বাকিটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।