কাল এনটিভিতে ‘উপলব্ধি’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘উপলব্ধি’। মাসুদুজ্জামানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফারদিন শশী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মাজনুন মিজান, ইকবালসহ অনেকেই।
নাটকের গল্প এমন—জাদুর শহর ঢাকা। এই শহরে প্রতিনিয়ত মানুষ আসছে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য, কিন্তু সেটা কি এতটাই সহজ? নাটকে বেকার এক যুবক নিজের জীবন গড়তে নানা চতুরতার আশ্রয় নেয়। আর তার এই চতুরতার জন্য একজন রিকশাওয়ালার জীবন হুমকির মুখে পড়ে। পরে দেখা যাবে, যুবক তার নিজের ভুলের কারণ নিজেই সমাধান করবে। এমন মানবিক উপলব্ধি নিয়েই নাটকটির গল্প। নাটকটি দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়।