কাল এনটিভিতে ‘এক বরষায়’
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘এক বরষায়’। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মুমতাহিনা চৌধুরী টয়া, জহির করিম, রেশমি, পলক রহমানসহ অনেকেই।
নাটকের গল্প এমন—টাঙ্গাইলের সাধারণ পরিবারের মেয়ে, মামার বাসায় এসেছিল বেড়াতে। মামাতো বোনের সঙ্গে একটা বিয়ের প্রোগ্রামে গিয়ে পরিচয় হয় ঢাকার ছেলে রিয়াজের সঙ্গে। তারপর চেনা-জানা, ভালোলাগা-ভালোবাসা। বীথি ফিরে যায় টাঙ্গাইলে। তারপর শুরু হয় চিঠি আদান-প্রদান এবং রাত জেগে টেলিফোনে কথা বলা। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।