কাল রাতে এনটিভিতে ‘অদৃশ্যপট’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল সোমবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘অদৃশ্যপট’।
মাসুম মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, জাকিয়া বারী মম, এজাজ বারী, জেরিন কাশফী, রাজকুমার, ফারহানা প্রিয়া, বাশার বাপ্পীসহ অনেকে।
নাটকের গল্প এমন—রিদওয়ান সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। কিন্তু তাকে দেখলে সেটা বোঝা যায় যায় না। রিদওয়ান তার কল্পনার মেয়েটিকে আঁকে। তুলির শেষ আঁচড় দিয়ে ছবিটায় গভীর মনোযোগে তাকায়। ছবি থেকে বেরিয়ে আসে ছবির মানুষটা। অদ্ভুত মুগ্ধতা নিয়ে সে প্রশ্ন করে, ‘কী দেখছ অমন করে?’ ‘তোমাকে’, বলে রিদওয়ান।
ছবিটায় হাত রেখে মেয়েটি বলে, ‘আমার কী নাম দেবে ভাবলে?’ সমুখে অদৃশ্যে তাকিয়ে রিদওয়ান উত্তর দেয়, ‘অদৃশ্যা। তুমি অদৃশ্যে ছিলে। আমার চৈতন্যে, কল্পনাজুড়ে। আজ তুলির আঁচড়ে তোমায় রূপ দিয়েছি।’
অদৃশ্যা বলে, ‘কী আমাদের সম্পর্ক?’ রিদওয়ান হাসে। বলে, ‘বন্ধু তুমি, প্রেমিকা, কখনও বউ।’ মাঝেমধ্যে রিদওয়ানের কল্পনাকে ঘিরে সে আসে। কখনও বন্ধু হয়ে, কখনও প্রেমিকা বা স্ত্রীরূপে। রিদওয়ানের এমন কর্মকাণ্ডের সাক্ষী তার সমবয়সী কাজিন লিজা। সে ভাই-ভাবির সংসারে থাকে। রিদওয়ানকে ভালোবাসে। নিজের করে পেতে চায়। এটা কাউকেই বুঝতে দেয় না।
একদিন রাস্তায় হাঁটছে রিদওয়ান। হঠাৎ দেখে অবিকল অদৃশ্যার মতো একটি মেয়ে বাচ্চাসহ স্বামীর সঙ্গে হাঁটছে। দেখেই মেয়েটির কাছে দৌড়ে যায় সে। মেয়েটির নাম তটিনী। তটিনীর কাছে নিজের পরিচয় দিয়ে বলে, ‘তুমি তো আমার, ওরা কে তোমার সাথে? তুমি আর কারও হতে পারো না।’ মেয়েটি স্বামীর সামনে বিব্রতকর অবস্থায় পড়ে। মেয়েটির স্বামীর ওপর রিদওয়ান রীতিমতো হাত ওঠায়। অপ্রীতিকর এই ঘটনার পর থেকেই রিদওয়ান অনেকটা নীরব হয়ে যায়। তার ভেতরের তুমুল কষ্টটা সে রঙের খেলায় প্রকাশ করে। এভাবে একদিন অসুস্থ হয়ে পড়ে সে। পরে কী ঘটল, তা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।