গাইলেন শাকিব, নাচলেন অপু!
শাকিব খান গান গাইছেন আর সেই গানে কোমর দোলাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এমন দৃশ্য ঢাকাই সিনেমায় সবচেয়ে বেশিবার দেখেছেন দর্শক। সম্পর্কের জটিলতায় এখন এমন দৃশ্যের দেখা মেলা ভার।
তবে সম্প্রতি একসঙ্গে না হলেও একই মঞ্চে গান গেয়েছেন শাকিব খান আর সেই মঞ্চে নেচেছেন অপু বিশ্বাস। শনিবার (২০ মার্চ) নারায়ণগঞ্জ হোসেনপুর এস. পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানে এমনটা হয়েছে। আয়োজনে উপস্থিত হয়ে শাকিব শুভেচ্ছা বক্তব্য রাখেন। তখন দর্শকের অনুরোধে গানও পরিবেশন করেন এই চিত্রনায়ক। তার আগে মঞ্চে নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস।
রুহানী সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এই আয়োজনে আরও পারফর্ম করেন আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, পড়শীর মতো তারকারা।
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বেশির ভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।