গুঞ্জনের মাঝে শ্রাবন্তীর নতুন খবর
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘তৃতীয় সংসার ভাঙার’ খবরে নতুন করে শিরোনামে। এ খবরের মাঝে জানা গেল, নতুন দুনিয়াতে পা রাখছেন এই চিত্রনায়িকা।
কলকাতার গণমাধ্যম জি ২৪ ঘণ্টার খবর, প্রথমবার ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন শ্রাবন্তী। আর তাঁর সঙ্গী হচ্ছেন সোহম চক্রবর্তী। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘দুজনে’-তে দেখা যাবে বড় পর্দার এই জনপ্রিয় জুটিকে। গতকাল (৮ নভেম্বর) থেকেই শুরু হয়েছে থ্রিলার গল্পের ওয়েব সিরিজটির শুটিং।
প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে অত্যন্ত খুশি, সেটিও আবার সোহমের সঙ্গে। এসভিএফের হাত ধরে সোহমের সঙ্গেই বাংলা চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলাম। আর এখন এটা করছি হইচইয়ের সঙ্গে। ‘দুজনে’-তে একটা দুর্দান্ত গল্প রয়েছে। এটির স্ট্রিমিংয়ের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না।”