জি ফাইভে ‘মাইনকার চিপায়’, দেখা যাচ্ছে বিনামূল্যে
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবালে মুক্তি পেল প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’। নির্মাতা আবরার আতহার পরিচালিত থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের এ শর্ট ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় তিন অভিনেতা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ফিল্মটিতে প্রথমবারের মতো এই তিন তারকা একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন। গল্পে দেখা যাবে, পুলিশ কর্মকর্তা সেজে মাদকাসক্ত শরিফুল রাজ এবং মাদক ব্যবসায়ী শ্যামল মাওলাকে তিনি একটি কঠিন পরিস্থিতিতে ফেলে দেন। যে ‘মাইনকার চিপা’ থেকে তাঁরা বের হতে পারবেন কি না, তা জানতে হলে দেখতে হবে ফিল্মটি।
পরিচালক আবরার আতহার বলেন, “কমেডি থ্রিলার ধাঁচের এ সিরিজটির প্রত্যেক চরিত্র আলাদা গুরুত্ব বহন করে। জি ফাইভ গ্লোবালের সহায়তা ছাড়া সময়মতো ছবিটির কাজ শেষ করা সম্ভব হতো না। ‘মাইনকার চিপায়’ শুধু বিনোদন মুভি নয়। এতে দেখানো হয়েছে মাদকাসক্তি কীভাবে একজন মানুষকে দুর্বল করে এবং বিপদে ফেলে।” ৪০ মিনিট দৈর্ঘ্যের মুভিটি গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস সহ-নিবেদিত।