তাহসানের নায়িকা হচ্ছেন স্পর্শিয়া
‘ছক’ শিরোনামে একটি ৯০ মিনিটের ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা তাহসান খানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ রোববার সকাল থেকে আরিচা ঘাটে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে।
ওয়েব ফিল্মটির নির্মাতা মুক্তি গোলাম সোহরাব দোদুল আজ দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “‘ছক’ হচ্ছে একটা জার্নির গল্প, ছকের গল্প। আমরা টানা ১২ থেকে ১৪ দিনের শুটিং করব। আশা করছি, ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।”
তবে নির্মাতা এখনই ওয়েব ফিল্মটির গল্প ও অন্য শিল্পীদের নাম প্রকাশ করতে নারাজ। বললেন, ‘বাকি সবকিছু দর্শকের জন্য চমকই থাক।’
সম্প্রতি করোনা থেকে মুক্ত হয়ে শুটিংয়ে ফিরেছেন ওয়েব ফিল্মটির নায়ক-নায়িকা তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। এর আগে তাহসান ‘মানি মেশিন’ শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। আর অর্চিতা স্পর্শিয়া শুটিং করছেন শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমার।