দোদুলের ‘ডার্করুমে’ চঞ্চল, তারিন ও বাঁধন
আলোচিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল ‘ডার্করুম’ শিরোনামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাঁর সঙ্গে দেখা মিলবে তারিন জাহান ও আজমেরী হক বাঁধনের।
আজ রোববার সকাল ১১টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘বেশ কিছুদিন আগে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছি। কিছুদিনের মধ্যে ট্রেইলার আসবে। এটি একটি প্যারাসাইকোলজি থ্রিলার গল্প। এখানে চারটি সময়ের গল্পে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আশা করি, ভালো কিছু উপভোগ করতে পারবেন দর্শক।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। সম্প্রতি দোদুল ‘ছক’ শিরোনামে ৯০ মিনিটের আরো একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন, যেখানে জুটি বাঁধছেন অভিনেতা তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া।
ছোট পর্দার নির্মাতা গোলাম সোহরাব দোদুল গেল বছর পলিটিক্যাল-থ্রিলার ‘সাপলুডু’ সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন, যেখানে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।