‘নবাব এলএলবি’ পাইরেসি, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের
বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘নবাব এলএলবি’। এটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া শাকিবের প্রথম সিনেমা।
‘নবাব এলএলবি’ মুক্তির আগে সিনেমাটির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন দাবি করেছিলেন, তাঁদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাইরেসি হওয়া অসম্ভব। যদিও মুক্তির কয়েক ঘণ্টা পরই পাইরেসি হওয়ার অভিযোগ ওঠে।
সিনেমাটি পাইরেসি হওয়ার কারণে গতকাল শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনন্য মামুন। আর আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানিয়েছেন তিনি। এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন অনন্য মামুন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘আমরা আই থিয়েটারের পক্ষে লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইন্টারনেটে যেকোনো মাধ্যমে প্রকাশ করা কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। এটা নিয়ে পুলিশ সচেতন। আমরা এটা নিয়ে কাজ করছি। যারা এই কাজটা (পাইরেসি) করেছে, তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন পর্যন্ত পাঁচ-ছয়টি লিঙ্ক পেয়েছি, এটা নিয়ে কাজ শুরু করেছি।’
সিনেমাটি মুক্তির পরই সমালোচনার মুখে পড়ে। সমালোচনা সিনেমাটি মুক্তি দেওয়া ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার ও তাদের সিদ্ধান্ত নিয়ে। কোনো পূর্বঘোষণা ছাড়াই ১৬ ডিসেম্বর রাতে সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। এমন সিদ্ধান্তকে ‘প্রতারণা’ উল্লেখ করে খেপেছেন দর্শক। এর কারণ হিসেবে অবশ্য পরিচালক বলেছিলেন, সিনেমাটির দৈর্ঘ্য ও প্রচারণার কৌশল।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।