নেটফ্লিক্সের ‘দ্য হন্টিং অব ব্লাই ম্যানর’ বাংলাদেশেও জনপ্রিয়
জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৯ অক্টোবর মুক্তি পেয়েছে আলোচিত হরর ড্রামা ‘দ্য হন্টিং অব ব্লাই ম্যানর’। এটি নেটফ্লিক্সের জন্য নির্মাণ করেছেন মাইক ফ্লানাগান।
হরর ড্রামাপ্রেমীদের কাছে আলোচিত সিরিজটি নেটফ্লিক্সে মুক্তির পরই ট্রেন্ডিংয়ে চলে এসেছে। শুধু তা-ই নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়েছে ‘দ্য হন্টিং অব ব্লাই ম্যানর’। আজ বাংলাদেশের নেটফ্লিক্স দর্শকের কাছে সিরিজটি পাঁচ নম্বরে অবস্থান করছে।
জানা গেছে, হেনরি জেমসের ১৯৯৮ সালের হরর উপন্যাস ‘দ্য টার্ন অব দ্য স্ক্রু’র গল্পে নির্মিত হয়েছে ‘দ্য হন্টিং অব ব্লাই ম্যানর’। তবে সিরিজটি ‘হন্টিং অব হিল হাউস’-এর দ্বিতীয় সংস্করণ, যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
‘দ্য হন্টিং অব ব্লাই ম্যানর’ সিরিজে অভিনয় করেছেন ভিক্টোরিয়া পেদরেত্তি, অলিভার জ্যাকসন-কোহেন, এমিলিয়া ইভ, টি’নিয়া মিলার, রাহুল কোহলি, তাহিরাহ শরিফ, এমিলি বি স্মিথ, বেনজামিন ইভান আইন্সওয়ার্থ, হেনরি টমাসসহ অনেকেই।