নেটফ্লিক্সে রেকর্ড ২৮ দিনে এক সিরিজের দর্শক ছয় কোটি ২০ লাখ
বিশ্বের ৬০টির বেশি দেশের স্ট্রিমার র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাত পর্বের ‘দ্য কুইনস গ্যাম্বিট’। নেটফ্লিক্সের সীমিত এই সিরিজ দর্শকসংখ্যার দিক থেকে রেকর্ড গড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের খবর, ‘দ্য কুইনস গ্যাম্বিট’ মুক্তির প্রথম ২৮ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে দুই মিনিট করে দেখেছেন প্রায় ৬২ মিলিয়ন বা ছয় কোটি ২০ লাখ ব্যবহারকারী। এর আগে নেটফ্লিক্সের ‘টাইগার কিং’ এই রেকর্ড ভেঙেছিল, একই সময়ে এই সিরিজের দর্শক ছিল ৬৪ মিলিয়ন।
এমন অর্জন প্রসঙ্গে সিরিজটির পরিচালক স্কট ফ্র্যাঙ্ক এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা যা কল্পনা করেছিলাম, সেটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য পুরো টিম বেশ আনন্দিত। সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ দর্শকের প্রতি।’
১৯৮৩ সালে প্রকাশিত ওয়াল্টার টেভিসের উপন্যাস অবলম্বনে স্কট ফ্র্যাঙ্ক ও অ্যালান স্কট নির্মাণ করেছেন ‘দ্য কুইনস গ্যাম্বিট’। একজন তুখোড় দাবাড়ুর জীবনের গল্প বলা হয়েছে এই সিরিজে। এই সিরিজে অভিনয় করেছেন আনিয়া টেইলর জয়, ক্লো প্যারি, বিল ক্যাম্পসহ অনেকেই। নেটফ্লিক্সে এই সিরিজ মুক্তি পেয়েছে গেল ২৩ অক্টোবর।