পরীর স্বামী হচ্ছেন তারিক আনাম, নায়ক কে?
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ‘অন্তরালে’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন, যেখানে তাঁকে দেখা যাবে অর্পিতা নামে বনেদি সনাতন পরিবারের গৃহবধূর চরিত্রে। এই ফিল্মে তাঁর স্বামীর চরিত্রে দেখা মিলবে খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খানকে।
এ ছাড়া এই ফিল্মে আরও একজন প্রধান পুরুষ চরিত্র থাকছে। যিনি গল্পের নায়ক, সেই নাম খুব দ্রুতই জানা যাবে বলে জানিয়েছে ওয়েব ফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় এটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ‘অন্তরালে’র শুটিং শুরু হতে পারে চলতি মাসের শেষে। তবে সেটা নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর। এটি মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
কাজী রিটনের প্রযোজনায় ওয়েব ফিল্মটির গল্পে দেখা যাবে, অর্পিতা একটি বনেদি সনাতন পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায়, সেটাও উঠে আসবে।