প্রথম বার অনুদানের সিনেমায় শাকিব খান
প্রথম বার অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই চিত্রনায়ক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এস এ হক অলিক।
আজ সোমবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘শাকিব প্রথম বার অনুদানের সিনেমা করছে; অনুদানের সিনেমা বলতে এত দিন যে ধারণা ছিল, আমরা সেটা পরিবর্তন করতে চাচ্ছি। অনুদানের সিনেমা বলে এত দিন মনে হতো কম বাজেটের সিনেমা, টেলিভিশনে মুক্তি। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শাকিবকে যুক্ত করেছি। বেশ বড় বাজেটের সিনেমা হবে এটি।’
খোরশেদ আলম খসরু আরও যুক্ত করেছেন, কিছুদিনের মধ্যে আয়োজন করে সিনেমাটির মহরত অনুষ্ঠান হবে।
সিনেমাটি প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, ‘রোমান্টিক গল্প। সব মিলিয়ে ব্যাটে-বলে মিলেছে বলেই সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি।’
গুঞ্জন আছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটির গল্পকার ও প্রযোজক খোরশেদ আলম খসরু নায়িকার ব্যাপারটি অস্বীকার না করে বললেন, ‘সেটা চমক হিসেবেই থাক।’
প্রযোজক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি জামালপুর বা সুনামগঞ্জে সিনেমাটির শুট শুরু হবে। এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদসহ অনেকেই।